বাগেরহাট প্রতিনিধি

  ২০ সেপ্টেম্বর, ২০১৭

শেষ মুহূর্তে মণ্ডপে চলছে রং-তুলির কাজ

৬৫১ প্রতিমা নিয়ে বড় দুর্গাপূজা বাগেরহাটে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তে রঙ্গ তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আর কয়েকদিন পর শুরু হবে দুর্গাপূজা। দেবীদূর্গা এ বছর নৌকায় চড়ে আসবেন আর যাবেন ঘোড়ায় চড়ে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজা চলবে।

এ বছর বাগেরহাটে ৯টি উপজেলার ৬০৫টি পূজা মণ্ডপে এবার অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মণ্ডপ তৈরি হচ্ছে। এরমধ্যে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দির, চুলকাঠি বাজারের বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির, পোলঘাট সার্বজনীন পূজা মন্দির এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা মমতলা সার্বজনীন পূজা মণ্ডগুলোতে বেশিসংখ্যক প্রতিমা তৈরির প্রতিযোগিতা চলছে। এরমধ্যে সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ি পূজা মণ্ডপ অন্যতম। ৬৫১টি প্রতিমা নিয়ে দেশের সবচেয়ে বড় পূজা মণ্ডটি হচ্ছে বাগেরহাটের এই শিকদার বাড়িতে।

গত কয়েক বছর ধরে বাগেরহাট তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গাপূজাটি অনুষ্ঠিত হয় ব্যক্তি উদ্যোগে। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ি। বাগেরহাটে দূর্গা উৎসব মানেই শিকদার বাড়ি দুর্গাপূজা। গত সাত বছর ধরে লিটন সিকদার নামে এক ব্যবসায়ী মহাধূমধামে দুর্গাপূজার আয়োজন করে আসছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্গাপূজা,বাগেরহাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist