ফরিদপুর প্রতিনিধি

  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশ-এর যৌথ অর্থায়নে ”বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গ্রাম আদালত পরিচালনায় নিয়োজিত ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম আদালত সহকারীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে ব্র্যাক লাণিং সেন্টারে ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক ৫দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। স্থানীয় সরকার বিভাগ ফরিদপুরের উপ-পরিচালক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর এর সভাপ্রতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সরদ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিজ্ঞ সহকারী জজ মি. মানিক দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান, ইউএনডিপির ফরিদপুর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মঞ্জু, প্রকল্পের সহযোগী সংস্থা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী রাশেদুল হক মিল্টন, উপজেলা সমন্বকারী রুবিনা আক্তার। ১৯ তারিখে শুরু হওয়া প্রশিক্ষণ শেষ হবে ২৩ শে সেপ্টেম্বর।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইউপি সচিব,গ্রাম আদালত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist