reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৭

‘ত্রাণ নিয়ে ছিনিমিনি হলে ক্ষমা নেই’

ত্রাণসামগ্রী নিয়ে যদি বাংলাদেশের কোনো জায়গায় ছিনিমিনি খেলা হয়, কেউ দুই নম্বরি করেন, দুর্নীতির আশ্রয় নেন তবে তাকে ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

ত্রাণমন্ত্রী বলেন, ‘এ সরকারের আমলে ত্রাণসামগ্রী নিয়ে কোনো রকম কথা কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই। কোনো মিডিয়া আজ পর্যন্ত বলতে পারে নাই যে রিলিফ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে।’

শুক্রবার ঠাকুরগাঁওয়ে জেলা শিল্পকলা একাডেমি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষদের ত্রাণ বিতরণের সময় ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।

মোফাজ্জল হোসেন বলেন, ‘আমাদের খাদ্যের কোনো অভাব নাই, টাকারও অভাব নাই। ত্রাণসামগ্রী কিন্তু সবার জন্য নয় এটা মাথায় রাখতে হবে। যার হাতে কাজ নাই, ঘরে খাওয়া নাই, কাজ করার মতো অবস্থা নাই, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ, দিন এনে দিন খায় তাদের জন্য ত্রাণসামগ্রী। এরা যেন কষ্টে না থাকে।’

মায়া আরো বলেন, ‘এখানে মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন ঘুরতে। এসে হঠাৎ করে বন্যার সামনে পড়ে গেছেন। উনি ইচ্ছা করে কিন্তু আসেন নাই। আছাড় খাইয়া পড়ছেন। আইসা একটা বক্তৃতা দিয়ে গেলেন। বললেন কি আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচন নিয়ে আমরা তো ব্যস্ত থাকবই। আর আপনারা যে ষড়যন্ত্র করতে ব্যস্ত সেটা তো কন না।’ দুর্যোগ ব্যবস্থাপনা বলেন, ‘লন্ডনে বসে ষড়যন্ত্র করলেন, কীভাবে একটা গণতান্ত্রিক দেশকে সরানো যায়। পেছনের দরজা দিয়ে যেন ক্ষমতায় আসতে পারেন সে নিয়ে ব্যস্ত আছেন।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য ইয়াসিন আলী, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও জেলা প্রশাসক আবদুল আওয়াল উপস্থিত ছিলেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রান,ছিনিমিনি,ক্ষমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist