দিনাজপুর প্রতিনিধি

  ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা-দিনাজপুর : যোগাযোগ বন্ধ আরও ৪ দিন

ঢাকা-দিনাজপুর রেলপথ ও সড়কপথে সরাসরি যোগাযোগ কমপক্ষে আরও চারদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গত রোববার থেকে এ দুই পথেই যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সড়ক ও জনপথের (সওজ) দিনাজপুর কার্যালয় থেকে জানা গেছে, ফুলবাড়ী থেকে দিনাজপুর পর্যন্ত ঢাকা-দিনাজপুর মহাসড়কের কয়েকটি জায়গা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলছে। অন্তত চার থেকে পাঁচদিনের আগে এ সড়ক ব্যবহারের উপযোগী হবে না।

দিনাজপুর রেলওয়ের উপসহকারী প্রকৌশলী মো. তারেকুল ইসলাম জানান, রেললাইন পানিতে তলিয়ে গেছে। স্রোতের কারণে রেললাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিরল উপজেলার কাঞ্চন ও সদর উপজেলার কাউগাঁ স্টেশন এলাকা। আমরা এখনো কাজ শুরু করতে পারিনি। কাল কাজ শুরু করার পর মেরামত করতে কমপক্ষে তিনদিন লাগতে পারে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা-দিনাজপুর,রেলপথ ও সড়কপথ,বন্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist