আকবর হোসেন, মনোহরগঞ্জ

  ১৭ আগস্ট, ২০১৭

মনোহরগঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসনে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইউসুপ আলীর আন্তরিক প্রচেষ্টায় উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার জন্য ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি চালু করা হয়েছে। তিনি উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দর সহযোগিতায় এবং নিজস্ব তহবিল থেকে নগদ অর্র্থ জমা করে উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

বৃহস্পতিবার নাথেরপেটুয়া ইউনিয়নের ১৫ জন ভিক্ষুকদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার রুহুল আমিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মোহাম্মদ হালিম, মাঠ সহকারী মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবদুল মান্নান চৌধুরী, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোঃ জসিম উদ্দিন, নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান আহমেদ, ভারপ্রাপ্ত ইউপি সচিব মোঃ জাহাঙ্গীর আলম সেলিম, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবু নওশাদ, ইউপি মেম্বার কামাল হোসেন, আলী আহম্মদ, মোতাহার হোসেন, নুরু মিয়া, আমেনা বেগম, নারগিস বেগমসহ আরো অনেকে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মনোহরগঞ্জ,ভিক্ষুক,পুনর্বাসন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist