মো. জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী

  ১১ আগস্ট, ২০১৭

ব্রীজ ভেঙ্গে ট্রাক খালে : যোগাযোগ বন্ধ

পটুয়াখালীর মির্জাগঞ্জের চৈতা খালের উপর ষ্টীলের বেলী ব্রীজটি পাথর বোঝাই ট্রাক পারাপারের সময়ে ভেঙ্গে পড়েছে। এতে ট্রাক ড্রাইভারসহ ৩ জন আহত হয়েছে। তারা পলাতক রয়েছে। উপজেলার কাঠালতলী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় দক্ষিনাঞ্চালের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা মহাসড়কে সম্প্রসারণের কাজ ও বিভিন্নস্থানে ব্রীজের কাজ চলমান রয়েছে। এরমধ্যে উপজেলার কাঠালতলী চৈতা খালের উপর ব্রীজের কাজ শেষ হলেও এপ্রোচের কাজ বাকি রয়েছে। পাশের নির্মিত ষ্টীলের বেলীব্রীজ দিয়ে যোগযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

কাঠালতলী বাজারের পাহারাদার মো. হারুন সিকদার বলেন, ঘটনারদিন বৃহস্পতিবার শেষ রাতে তিনটি মালবাহী ট্রাক পার হলেও শেষের (কুষ্টিয়া-ট ১১-১১২৮) নামক ট্রাকটি ব্রীজের উত্তর পার থেকে দক্ষিণ পারে পৌছলে ষ্টীল ব্রীজের স্টাকচারের সাথে ধাক্কা খেলে ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে। এতে দুর্ভোগে পড়েছে দক্ষিনের যাত্রীসহ রোগীরা। সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী বলেন,কাঠালতলী ষ্টীলের বেলী ব্রীজটি ভেঙ্গে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রাক খালে,যোগাযোগ বন্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist