reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০১৭

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৪ শতাধিক ট্রাক

দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। এছাড়া ৫০টির অধিক যাত্রীবাহী বাসকেও সিরিয়ালে থাকতে দেখা গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ঘাট এলাকায় এ চিত্র দেখা যায়।

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ১নং ফেরি ঘাট এলাকা থেকে গোয়ালন্দ ফিড মিলের অাগের দরবার শরীফ পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে ট্রাকগুলোকে সিরিয়ালে থাকতে দেখা গেছে। এতে ছোট ও বড় ট্রাক, কার্ভাড ভ্যান, পণ্যবহী ও কিছু গরুবাহী ট্রাক রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস, গরুর ট্রাক ও কাচামালবাহী ট্রাককে অাগে সিরিয়াল দিতে দেখা গেছে।

বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, নদীতে প্রচুর স্রোত ও ফেরি কম থাকায় সাময়িক সময়ের জন্য যানবাহনগুলোকে সিরিয়ালে থাকতে হচ্ছে। বর্তমানে নদী পারের অপেক্ষায় ২ থেকে অাড়াইশ ট্রাক ও অল্প কিছু যাত্রীবাহী বাস রয়েছে। এ রুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচলা করছে। অার ফেরিগুলো নিয়মিত চলাচল করলে ট্রাক ও বাসকে বেশি সময় সিরিয়ালে থাকতে হবে না।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নৌরুট,দৌলতদিয়া ফেরিঘাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist