ঝিনাইদহ প্রতিনিধি

  ১০ আগস্ট, ২০১৭

ঝিনাইদহে বাস খাদে, আহত ১৫

ঝিনাইদহ সদর উপজেলায় দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন ঝিনাইদহ সদরের জাড় গ্রামের অমূল্য হালদারের ছেলে গোপাল কুমার (৩০), মাইদারপুর গ্রামের শামসুর রহমান (৬৫) ও তার স্ত্রী হারেজান (৫৮), কোলা গ্রামের তোফাজ্জেল হোসেন (৪০), মাইজধরপুর গ্রামের আনছার আলীর মেয়ে ইসমত আরা (২০), কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মমতাজ (৩৫), মাগুরার আড়পাড়ার গ্রামের দিদার বিশ্বাসের ছেলে নিকুঞ্জ কুমার (৩৫), চুয়াডাঙ্গার জীবন নগর হাসাদা গ্রামের কৃষ্ণ মণ্ডলের স্ত্রী গঙ্গা রাণী (৫০), একই গ্রামের অশ্বিন কুমারের স্ত্রী অনিতা রাণী (৫৫)-সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সকালে মাগুরা থেকে যশোরগামী ফয়সাল পরিবহনের একটি বাস ঝিনাইদহ-যশোর মহাসড়কের কড়াইতলা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝিনাইদহে,বাস খাদে,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist