ঝিনাইদহ প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

ঝিনাইদহে দুদকের গণশুনানী

ঝিনাইদহে সরকারী সেবা ও সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ঝিনাইদহ শহরের ডা. কে. আহম্মদ কমিউনিটি সেন্টারে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এফ.এম আমিনুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ািরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণ শুনানীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবউদ্দিন আহমেদ ও দুদক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনভর এই গণশুনানীতে সদর উপজেলার ৬৬ জন অভিযোগকারী অভিযোগ উত্থাপন করেন। তাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকতারা জবাবদিহি করেন। এছাড়াও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুদকের,গণশুনানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist