রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন

‘বাক স্বাধীনতা মুক্তি পাক মুক্ত চিন্তার চর্চা অব্যাহত থাক’ শ্লোগানকে সামনে রেখে তথ্য ও প্রযুক্তি আইনে ৫৭ ধারা বাতিলের দাবিতে রূপগঞ্জ প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ রিপোর্টাস ইউনিটি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহা-সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দেড় ঘন্টা ব্যাপি মানববন্ধনে জেলার বিভিন্ন প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠন থেকে তিন শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ,নজরুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান নূর, মুকবুল হোসেন, খলিল সিকদার,জাহাঙ্গীর আলম হানিফ, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান,। বক্তারা বলেন, বাক স্বাধীনতা রোধ করা ও অন্যায়ভাবে সাংবাদিকদের হয়রানি করার জন্য যে ৫৭ ধারা আইন করা হয়েছে তা অবিলম্বে বাতিল করার দাবি করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন রবিন, মোস্তাক আহাম্মেদ শাওন, খলিলুর রহমান, শাহাদাৎ হোসেন স্বপন, তরিকুল ইসলাম নয়ন, এসএম শাহাদাৎ, আব্দুল আলীম, সাইফুল ইসলাম, দুলাল ভূইয়া, আহাম্মেদ রাসেল, আল-আমিন মিন্টু প্রমূখ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
৫৭ ধারা,বাতিল,মানববন্ধন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist