আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর

  ০৮ আগস্ট, ২০১৭

গজারী বনে কৃষকের লাশ

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ১১দিন পর গভীর বন থেকে এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের পাশের গজারী বন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। নিহত আব্দুর রাজ্জাক আকন্দ (৪৫) স্থানীয় বেলতলী এলাকার মৃত হেকমত আলী আকন্দের ছেলে।

নিহতের বড় ভাই মুজিবুর রহমান জানান, ২৮ জুলাই বিকেলে স্থানীয় মসজিদে আছরের নামাজ পড়ার কথা বলে রাজ্জাক বাড়ি থেকে বের হয়। রাতেও বাসায় না ফেরায় পরদিন শনিবার সকালে তার স্ত্রী সাইদুন্নাহার বাদি হয়ে শ্রীপুর থানায় একটি জিডি করেন। সাইদুন্নাহার হলো রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী। এঘরে এক মেয়ে এবং ছেলে রয়েছে। ২৫ বছর আগে প্রথম স্ত্রী সঙ্গে ছাড়াছাড়ির পর রাজ্জাক সাইদুন্নাহারকে বিয়ে করেন এবং প্রায় পাঁচ বছর আগে শ্রীপুরের বেলতলী এলাকার বাড়ি থেকে বেড়াইদের চালা এলাকায় বাড়ি নির্মাণ করে সেখানেই ওই দম্পতি বসবাস করছিলো। বেড়াইদের চালা যাওয়ার বছর খানেক পর থেকেই রাজ্জাক ও সাইদুন্নাহার দম্পত্তির মধ্যে পারিবারিক ও দাম্পত্য বিষয়াদি নিয়ে মাঝেমধ্যেই ঝগড়া হতো। তাদের মধ্যে কলহের জেরে ইতোপূর্বে রাজ্জাক রাগ করে দুইবার বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে দূরের স্বজনদের বাড়ি চলে গিয়েছিল।

শ্রীপুর থানার এসআই মো. আব্দুস সাত্তার মিয়া জানান, এ ব্যাপারে ২৯ জুলাই রাজ্জাকের স্ত্রী বাদি হয়ে শ্রীপুর থানায় জিডি করেন। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী লাশের দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু সাফারি পার্কের সীমানা প্রাচীরের পাশে নগরভিটা এলাকার গজারী বনের ভেতর থেকে রাজ্জাকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের আগে কিছু বলা সম্ভব নয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষকের লাশ,উদ্ধার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist