গাইবান্ধা প্রতিনিধি

  ০৮ আগস্ট, ২০১৭

গাইবান্ধার কামারজানিতে গোঘাটের

নদী ভাঙন কবলিত দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নদী ভাঙন কবলিত কামারজানি গোঘাট এলাকার দুস্থ অসহায় ৩শ’ পরিবারের মাঝে মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংগঠন নাহিদ ফাউন্ডেশন। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ৪ কেজি ডাল, ১টি শাড়ী ও ১টি লুঙ্গী বিতরণ করা হয়। এছাড়াও এরমধ্যে ১শ’টি পরিবারকে ১ কেজি করে গরুর মাংসও বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করেন নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকন, মুক্তিযোদ্ধা আলমগীর, রকিবুল হক চৌধুরী রকিব, হিসাব রক্ষক আরিফুল ইসলাম রাজিব, মো. আসাদ প্রমুখ। উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই কামারজানি ইউনিয়নের গোঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি ভাঙন কবলিত অসহায় মানুষদের সহায়তা করতে এগিয়ে এলো নাহিদ ফাউন্ডেশন নামের বেসরকারি প্রতিষ্ঠানটি ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ত্রাণ বিতরণ,নদী ভাঙন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist