লালমনিরহাট প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৭

বুড়িমারী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে লিটন মিয়া (২০) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার ভোর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করেন। লিটন মিয়া পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানান, বুড়িমারী সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় লিটনসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপার করছিল। বুধবার ভোর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ওপারে ভারতের ২শত গজ অভ্যন্তরে লিটন মিয়াকে আটক করে বিএসএফ। বর্তমানে লিটন কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পে আটক রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়ে পত্র পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিজিবির বুড়িমারী বিজিবি কোম্পানি ও বিএসএফের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বুড়িমারী সীমান্ত,বিএসফ,বাংলাদেশি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist