reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুলাই, ২০১৭

‘নাগরিকদের নিরাপত্তার জন্যই ৫৭ ধারা’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা কখনো সাংবাদিকদের জন্য তৈরি করা হয়নি, এটা সব নাগরিকের জন্যই। নাগরিকদের নিরাপত্তাসহ দেশের নিরাপত্তার জন্যই এই আইন তৈরি করা হয়েছে।

বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুলের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ করলে সবাই এই ৫৭ ধারার আওতায় থাকবে। সুতরাং এটা সাইবার অপরাধ দমন করার জন্য, সাংবাদিক উচ্ছেদ করার জন্য ৫৭ ধারা নয়। রাষ্ট্র, সরকার, মন্ত্রী অথবা এমপিদের সমালোচনা করার জন্য কোনো সাংবাদিকের উপর তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রয়োগ হয় না।

পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিতি ছিলেন। স্কুলটিতে পোশাক শ্রমিকদের ছেলে-মেয়েদের বিনামূল্যে পড়ানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তথ্যপ্রযুক্তি,৫৭ ধারা,হাসানুল হক ইনু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist