ফরিদপুর প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৭

শিক্ষক জাতীয়করণের দাবিতে ফরিদপুরে ধর্মঘট

৫% বাৎসরিক প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও বৈশাখী ভাতা প্রদানসহ শিক্ষক জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট পালন করা হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ হায়দার হোসেনের সভাপতিত্বে অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, শেখ আব্দুল কায়ুম, সায়েদুন্নাহার পান্না, দেলোয়ার হোসেন, মো. আকবর আলী, নিখিল চক্রবর্তী, মো. জাহাঙ্গীর হোসেন, লুৎফর মিয়া ও রেজাউদ্দিন আহমেদ।

অবস্থান ধর্মঘটে ফরিদপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক জাতীয়করণ,ধর্মঘট,ফরিদপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist