reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুলাই, ২০১৭

সড়কে ধান লাগিয়ে প্রতিবাদ!

টাঙ্গাইলের সখীপুরের জনবহুল এলাকার একটি সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। উপজেলার কচুয়া-সাড়াশিয়া-বাসারচালা-মহানন্দপুর সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় বুধবার সকালে এলাকাবাসী সড়কে ধানের চারা লাগিয়ে এ প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষাকাল এলেই কাঁচা এ সড়কে হাঁটু পর্যন্ত কাদা হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এ সড়ক দিয়ে উপজেলার কচুয়া, সাড়াশিয়া, বাসারচালা, মহানন্দপুর, ভণ্ডেশ্বর পাড়া, রামখা পাড়া, কামন্না পাড়া, বেপারী পাড়াসহ ৮-১০টি গ্রাম, কচুয়া উচ্চবিদ্যালয়, কচুয়া প্রাইমারি স্কুল, সাড়াশিয়া-বাসারচালা হাইস্কুল, সাড়াশিয়া প্রাইমারি স্কুল, মহানন্দপুর হাইস্কুল, মহানন্দপুর প্রাইমারি স্কুল, সানস্টার বিএম কলেজ, কিন্ডার গার্টেন ও মাদরাসাসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দুটি কমিউনিটি ক্লিনিক ও পাঁচটি হাট-বাজারের লোকজন চলাচল করে থাকেন। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনেও পাকা না করায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সড়কজুড়ে কাদাপানিতে ধানের চারা রোপণ করেন।

স্থানীয় কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসানকে বর্ষাকালে সাময়িক চলাচলের জন্য সড়কের বড় গর্তগুলো ভরাটের দাবি জানালেও তিনি কোনো দৃষ্টি দেননি বলে অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ জানান, সড়কটি পাকা করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই টেন্ডারের আওতায় আসবে সড়কটি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সখীপুর,চারা রোপণ,দুর্ভোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist