reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জুলাই, ২০১৭

পানি কমছে যমুনার টাঙ্গাইল অংশে

টাঙ্গাইলে যমুনা নদীর পানি ভূঞাপুরের নলিন অংশে পানি কমতে শুরু করেছে। এ অংশে গত ২৪ ঘণ্টায় ১৮ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। পরিবার-পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে তারা। এখন পর্যন্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে বানভাসীদের।

এখনও টাঙ্গাইল সদরসহ ৪টি উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ১৩শ হেক্টর জমির ফসল।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব আমির হোসেন সাংবাদিকদের জানান, সরকারের প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী মজুদ রয়েছে। জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিদের কাছে বানভাসী মানুষের তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে তাদের সরকারি ত্রাণ প্রদান করা হবে।

পিডিএসও/হেলাল​

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
যমুনা নদী,টাঙ্গাইল,দুর্ভোগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist