ঝিনাইদহ প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৭

বালু উত্তোলনের ড্রেজার মেশিন জ্বালিয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

ঝিনাইদহের শৈলকুপায় কালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন জ্বালিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুনীম লিংকন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ড্রেজার কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দ হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বসন্তপুর ব্রীজের নিকটে কালী নদীর তলদেশ থেকে অবৈধভাবে দীর্ঘদিন ধরেই বালু উত্তোলন করা হচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও পরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিনে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুনীম লিংকন জানান, নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এর আগেও অভিযান পরিচালনা করে দোষীদের শাস্তি ও অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। আজ বসন্তপুর ব্রীজের নিকটে কালী নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করাকালীন ড্রেজার মেশিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বালু,ড্রেজার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist