reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৭

ময়মনসিংহ মেডিকেলের আইসিইউতে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের আইসিইউ ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।

মঙ্গলবার সকালের ঘটনায় ওই ইউনিটে লাইফ সাপোর্টে থাকা বেশ কয়েকজন রোগীকে দ্রুত অন্য ইউনিটে সরিয়ে নেয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আতংকে নতুন ভবনের রোগী ও স্বজনরা হুড়োহুড়ি করে রাস্তায় নেমে আসে।

হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান প্রফেসর ডা. ফজলুল হক খান পাঠান জানান, সকাল হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আকস্মিক ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

তিনি আরো জানান, এসময় দ্রুত লাইফ সাপোর্টে থাকা ৬ রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ মেডিকেল,আইসিইউ,আগুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist