reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৭

তিস্তায় বিজিবি সদস্য নিখোঁজ, উদ্ধারে আসছে হেলিকপ্টার

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতীয় গরু পাচারকারী ধরতে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) এক সদস্য তিস্তা নদীতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বিজিবি সদস্যের নাম ল্যান্স নায়েক সুমন মিয়া।

সোমবার রাত ২টার দিকে নিখোঁজের এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে হেলিকপ্টারের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ।

গোলাম মোর্শেদ জানান, সোমবার রাতে দহগ্রাম সীমান্তে তিস্তা নদী দিয়ে ভারতীয় গরু পাচারকারীরা গরু পাচার করছে।- এমন তথ্যে দহগ্রাম বিজিবি ক্যাম্প থেকে বিওপির চার সদস্য একটি টহল দল মুন্সিপাড়া সীমান্ত এলাকার তিস্তা নদীর ধারে যায়। এসময় নদীপথে গরুসহ পাচারকারীদের ধরতে গিয়ে ল্যান্স নায়েক সুমন মিয়া নদীতে নিখোঁজ হন। তাকে উদ্ধারে বিজিবির পাশাপাশি বিএসএফের সহায়তা চাওয়া হলে তারাও নদীতে স্পিডবোডের সাহায্যে সহায়তা করছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

সুমন মিয়া রংপুর বিজিবির ৬১ ব্যাটালিয়নের সদস্য। কিন্তু তিনি ১৫ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পে সংযুক্ত আছেন। ঘটনাস্থলে রংপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আবুল কালাম আজাদ পুরো বিষয়টি মনিটরিং করছেন।

তিনি আরও জানান, বিজিবি-বিএসএফের স্পিডবোট ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজে অংশ নিয়েছে। এছাড়াও হেলিকপ্টারের সহায়তাও চাওয়া হয়েছে।

হেলিকপ্টারও আসছে বলেও জানান লে. কর্নেল গোলাম মোর্শেদ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তিস্তা,বিজিবি সদস্য,নিখোঁজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist