মো. জাহাঙ্গীর হোসেন

  ২৫ জুন, ২০১৭

পটুয়াখালীর ৩০ গ্রামের অর্ধলক্ষ মানুষের ঈদুল ফিতর পালন

পটুয়াখালী জেলার ৩০ গ্রামের অর্ধলক্ষ মুসলমান ২৫ জুন রবিবার তাদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর পালন করেছেন। সৌদী আরবের সাথে সঙ্গতি রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে থাকেন। প্রতি বছরের ন্যায় জেলায় এদের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ প্রাঙ্গনে ঈদগাহ ময়দানে। বদরপুর দরবার শরীফে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়। ইমামতি করে বদরপুর দরবার শরীফ পীর সাহেবের নাতী এবং চাঁদপুর ছাত্রা দরবার শরীফের খাদেম জামে মসজিদের খতিব মাওলানা ড. বাকী বিল্লাহ মেসকাত চেীধুরী।

তিনি জানান, ১৯২৮ সন থেকে এই দরবার শরীফে সৌদী আরবের সাথে মিল রেখে ঈদের জামাত অণুষ্ঠিত হয়ে আসছে। তিনি আরও জানান, বদরপুরসহ কলাপাড়া উপজেলার উত্তর লালুয়া, মাঝিবাড়ি, দেবপুর, পাটুয়া, নিশানবাড়িয়া, ইটবাড়িয়া, সাফাখালী, তেগাছিয়া, আরামগঞ্জ, পাঁচজুনিয়া, চালিতাবুনিয়া, পৌর শহরের নাইয়াপট্টি, বাদুরতলী, ¯¬ুইসঘাট, গলাচিপা উপজেলার ডাকুয়া, ফুলখালী, ছোটবাইশদিয়া, রাঙ্গাবালী, কাটাখালী, বাউফল উপজেলার বগা, ধাউরাভাঙ্গা, মদনপুরা, সাবুপুরা ও আমিরাবাদ এলাকার অর্ধলক্ষ লোক রবিবার ঈদ পালন করবেন। তিনি আরও জানান, এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অণুসারী।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,ঈদুল ফিতর,পালন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist