reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মে, ২০১৭

মানিকগঞ্জে বজ্রপাত : ২ স্কুলছাত্রসহ নিহত ৫

মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় বজ্রাঘাতে ২ স্কুলছাত্রসহ ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ রোববার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাটুরিয়া উপজেলার হরগজ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পবন সরকার (১৫) ও সপ্তম শ্রেণির ছাত্র জয়ন্ত সরকার (১৩),সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের কৃষক আসলাম শেখ (৩০), আবদুল বারেক (৪০) ও আবু তাহের (৩৫)। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে দুজনকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে। বজ্রপাতের বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এই সময় হরগজ গ্রামের ধান ক্ষেতে ঘাস কাটছিল পবন ও জয়ন্ত। বিকট শব্দে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। সিংগাইর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, প্রায় একই সময় সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের একটি ক্ষেতে ধান কাটছিল ১০ থেকে ১২জন শ্রমিক। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলে আবু তাহের ও আবদুল বারেক নিহত হন। আহত হন অপর ৬ জন। তাদের মধ্যে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আসলাম শেখ।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,বজ্রপাত,নিহত ৫
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist