পটুয়াখালী প্রতিনিধি

  ২৮ মে, ২০১৭

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে পটুয়াখালীতে র‌্যালি

নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চলো যাই—এই পতিপাদ্য নিয়ে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা হয়েছে। রোববার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং নিরাপদ-২ প্রকল্প মেরী স্টোপস বাংলাদেশ পটুয়াখালীর সহযোগিতায় দিবসটি উপলক্ষে সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ । পরে প্রতিপাদ্য বিষয় নিয়ে সিভিল সার্জন অফিস সভাকক্ষে এক আলোচনাসভা সিভিল সার্জন ডা. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় স্বাস্থ্য পরিদর্শক মোখলেছুর রহমানের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন মুকুল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্মা ডা. লোকমান হাকিম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেজাউর রহমান, নিরাপদ-২ প্রকল্প মেরী স্টোপস বাংলাদেশ পটুয়াখালীর প্রজেক্ট কর্মকর্তা ঝর্ণা খানম, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য তত্বাবধায়ক রতন কুমার পাল, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, এফপিবিএর কো-অডিনেটর নিজামুল হক, নার্সিং ইন্সিটিউটের ২য় বর্ষের ছাত্রী সুমী আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যসেবায় জড়িত বিভিন্ন এনজিওসমূহ, নিরাপদ-২ প্রকল্প মেরী স্টোপস বাংলাদেশ পটুয়াখালীর কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, একজন নারীর গর্ভকালীন বা প্রসবপূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়ে শারিরীক ও মানসিকভাবে সুস্থ্য থাকাই হচ্ছে মাতৃস্বাস্থ্য। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় একজন নারীর গর্ভকালীন বা প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবাসমূহ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে গ্রহণ করতে পারবে। মাতৃস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ সরকারের যথেষ্ট উদ্যোগ রয়েছে। বিশেষ করে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসমূহে মাতৃসেবা প্রদান করা হয়। হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালসমূহে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গঠন করা হলেও সভাপতির অনীহা ও বিভিন্ন রাজনৈতিক কারণে এই কমিটিগুলো সচল ও সক্রিয় হচ্ছে না। এ গুলোকে সচল করতে হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিরাপদ মাতৃত্ব দিবস,পটুয়াখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist