দীপক শর্মা দীপু. কক্সবাজার

  ২৮ মার্চ, ২০১৭

টেকনাফে পাহাড়ী ছড়ায় বন্য হাতির মৃত্যু

কক্সবাজার টেকনাফে ছড়ায় পানি খেতে এসে একটি বন্য মাদি হাতির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাঠি চাপা দেওয়া হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে টেকনাফের বাহারছরা ইউনিয়নের জাহাজপুরা গর্জন বাগান সংলগ্ন পাহাড়ী ছড়ায় পানি খেতে হাতিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে শীলখালী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। তিনি জানান, হাতিটি ছড়ায় পানি খেতে এসে পড়ে গিয়ে মৃত্যু ঘটতে পারে। পরে বন বিভাগ মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্তের উদ্যোগ নেন।

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের সহকারী ভেটেরেনারী সার্জন মোস্তাফিজুর রহমান মঙ্গলবার হাতিটির ময়না তদন্ত সম্পন্ন করেন। তিনি জানান, মূলত বার্ধক্য জনিত কারণে দূর্বল হয়ে হাতিটির মৃত্যু ঘটেছে। একইদিন বিকালে হাতিটিকে মাঠি চাপা দেয় বনবিভাগ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাহাড়ী,ছড়া,বন্য হাতি,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist