মো. জাহাঙ্গীর হোসেন, পটুয়াখালী

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৭

লেবুখালী সেতু যথাসময়েই নির্মাণ হবে : লুৎফুন নেছা এম.পি.

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আলহাজ¦ মিসেস লুৎফুন নেছা বলেছেন, ‘পায়রা নদীর উপর লেবুখালী সেতুর কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়েই সম্পন্ন হবে।’ সেতু মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিনিধি হিসেবে শনিবার বেলা ১১টায় পায়রা নদীর উত্তর পাড়ে লেবুখালী সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় দক্ষিণাঞ্চলের রাস্তা-ঘাট ও বিভিন্ন সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের গুরুত্বপূর্ণ ভুমিকাও তুলে ধরেন লুৎফুন নেসা। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য লংজিয়ান চাইনিজ কোম্পানীকে পরামর্শও দেন তিনি।

সেতু পরিদর্শনের সময় লেবুখালী সেতু নির্মাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মি. চেন উই, রেসিডেন্স ইঞ্জিনিয়ার মনজিৎ কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিবাকর চন্দ্র সাহা, জেলা যুবলীগ নেতা মো. কামাল হোসেন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মামুন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই মাসে কুয়েত সরকারের অর্থায়নে ১৪৭০ মিটার দীর্ঘ লেবু খালী (পায়রা) সেতু প্রকল্পের নির্মান কাজ শুরু করে। ৩৩ মাসের মধ্যে এ সেতুর নির্মান কাজ সম্পন্ন করার নির্ধারিত সময় রয়েছে। এটি নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫’শ কোটি টাকা। এ সেতুটি দুইটি অ্যাবাটমেন্ট ও ৩১টি পিয়ার রয়েছে। আগামী ২০১৯ সলের ২৩ এপ্রিল সেতু নির্মানের শেষ তারিখ নির্ধারিত হয়েছে। সেতুর দৈর্ঘ্য হবে ১৪৭০ মিঃ, মূল সেতুর প্রস্থ্য ১৯.৭৬ মিঃ। নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মান কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন এমপি লুৎফুন নেছা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃৃধা ও নির্মান প্রতিষ্ঠানের প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মি. চেন উই ।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,শেখ হাসিনা,লেবুখালী সেতু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist