reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ৬ বছর আগে এক ব্যক্তিকে হত্যার দায়ে তার ছেলেকে এ মৃত্যুদণ্ড প্রদান করা হয়। বুধবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত দায়রা জজ মো. হায়দার আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান। দ-প্রাপ্ত মোজাহারুল ইসলাম (৩০) বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের মহৎপাড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে। সর্বোচ্চ সাজার পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার বরাত দিয়ে আব্দুল হামিদ বলেন, জমিতে বীজ বোনা নিয়ে বিবাদের জেরে ২০১০ সালের ১৩ ডিসেম্বর মোজাহারুল তার বাবা ইদ্রিস আলীকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ইদ্রিসের বড় ছেলে আনসারুল ইসলাম বাদী হয়ে মোজাহারুলকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মোজাহারুলকে গ্রেপ্তার করে। পরদিন ১৪ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোজাহারুল। অতপর তদন্ত শেষে বালিয়াডাঙ্গী থানার এসআই আজগর আলী ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি মোজাহারুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। অবশেষে গত ২০১১ সালের ৩ মার্চ মামলাটি নিষ্পত্তির জন্য দায়রা জজ আদালতে পাঠানো হয়। আজ ওই মামলার রায় ঘোষণা করা হলো।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যুদণ্ড,বাবাকে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist