reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে ২২ সৌদিযাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে ২২ জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর জানান, বুধবার সকাল ৯টায় ইমিগ্রেশন এলাকা থেকে সৌদি আরবগামী ওই যাত্রীদের আটক করা হয়। এয়ার এরাবিয়ার একটি বিমানে তারা রওনা হচ্ছিলেন।

আটকদের কাছে বাংলাদেশের পাসপোর্ট ও ওমরাহ ভিসা ছিল বলে রিয়াজুল জানিয়েছেন।

“তারা সবাই রোহিঙ্গা কিনা এখনো নিশ্চিত হতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। নিশ্চিত হতে পারলে আপনাদের জানাব,” বলেন তিনি।

সরকারি হিসাবে, আর বিগত বছরগুলোতে মিয়ানমার থেকে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের মধ‌্যে ৩৩ হাজার কক্সবাজারের দুটি ক‌্যাম্পে এবং তিন লাখ বাইরে রয়েছেন। আর গত অক্টোবরে মিয়ানমারে নতুন করে দমন-পীড়ন শুরু হলে এ পর্যন্ত ৬৫ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে।

এই রোহিঙ্গাদের অনেকে কৌশলে পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে বাংলাদেশের ভাবমূতি ক্ষুণ্ন করছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রামে,রোহিঙ্গা সন্দেহে ২২ সৌদিযাত্রী আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist