প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৫ আগস্ট, ২০২০

সারা দেশে জাতীয় শোক দিবস পালিত

শোক দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার দেশব্যাপী শোক র‌্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, কালোব্যাজ ধারণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, গণভোজ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন, আ.লীগ ও অঙ্গ সংগঠন এবং সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব, ছেলে ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ১০ বছরের শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, কৃষকনেতা আব্দুর রব সেরনিয়াবাত, যুবনেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বেবী সেরনিয়াবাত, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে। বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিলও নিহত হন। ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজনও হতাহত হন। জাতীয় শোক দিবসে দেশব্যাপী পালিত বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসগৃহে বাঙালি জাতির ইতিহাস তীর্থে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এসএম মোরশেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম, ট্রেজারার মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রকৌশলী মোহাম্মদ আলী আশরাফ, রেখা আলম চৌধুরী, লায়ন ড. মুহাম্মদ সানাউল্লাহ, প্রকৌশলী মো. জাবেদ আফসার চৌধুরী, মোহাম্মদ হারুন ইউসুফ, এম জাকির হোসেন তালুকদার, ডা. কামরুন নাহার দস্তগীর, মোহাম্মদ আহসান উল্লাহ, এস এম কুতুব উদ্দিন, মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম মোস্তাক আহমদ, হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরুল হক, উপপরিচালক এ কে এম আশরাফুল করিম, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু প্রমুখ।

রাজশাহী ব্যুরো : সকাল বেলা ১১টায় মহানগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতা লিটনের নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতারা। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খন্দকার, রাজশাহী জেলা প্রশাসক মো. আবদুল জলিল, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. হুমায়ুন কবির, রাজশাহী পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ। অন্যদিকে, ইসলামিক ফাউন্ডেশন, শিশু সদন ও সেফহোম, ছোটমনি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, প্রতিবন্ধী ফাউন্ডেশন স্কুল ও এতিমখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, হামদ-নাত পরিবেশন, মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খুলনা ব্যুরো : সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতীয় শোক দিবসের কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং অংঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে, সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর : গাজীপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

রংপুর ব্যুরো : সকাল ১০টায় রংপুর নগরীর ডিসির মোড় বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূক্রা, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, প্রেসক্লাব রংপুর ,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলসহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় রংপুর জেলা আওয়ামী লীগ ও মহানগর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, জয় বাংলা সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বগুড়া : বগুড়ায় জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি. জামান নিকেতা, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, আবু সুফিয়ান শফিক, মাফুজুল ইসলাম রাজ, জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন প্রমুখ।

ভোলা : ভোলা জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আ.লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ সর্বস্থরের জনগণ। অন্যদিকে ভিডিও কনফারেন্সে এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি। সভায় অন্যদের মধ্যে অংশ জেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি দোস্ত মাহামুদ, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ.লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

বাগেরহাট : বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, সদর উপজেলা চেয়ারম্যান সরদার এ ছাড়াও বাগেরহাট জেলা পুলিশ, বাগেরহাট প্রেস ক্লাব, বাগেরহাট সদর হাসপাতাল, সদর উপজেলা পরিষদ, জেলা ছাত্রলীগ, তাঁতী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।

কুমিল্লা : কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম প্রমুখ। এদিকে দুপুর সাড়ে ১২টায় কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, পৌর মেয়র নায়ার কবির, জেলা আ.লীগের সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজা সরোয়ার প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুর জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পষ্পমাল্য অর্পণ করেন অ্যাড. সুবল চন্দ্র সাহা, সৈয়দ মাসুদ হোসেন, শামিম হক, আইভি মাসুদ, ঝর্ণা হাসান প্রমুখ। এদিকে, জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুর রশিদ প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবির, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য অ্যাড. মো. শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের এমপি কাজী কানিজ সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মাদ মাইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম সরোয়ার।

রাজবাড়ী : রাজবাড়ীতে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, হেদায়েত আলী সোরহাব, পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে দিবসটি উপলক্ষে জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইমরান হোসেন (মোল্লা মাসুদ)। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। অন্যদিকে রৌমারী উপজেলায় শোক দিবস কর্মসূচীর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এছাড়া কুড়িগ্রাম টাউন হলে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রেজাউল করিম, এসপি মুহিবুল ইসলাম খান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

পাবনা : পাবনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। পরে জেলা যুবলীগের উদ্যোগে খাদ্য ও বৃক্ষ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, প্রেসকাবের সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

পঞ্চগড় : পঞ্চগড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন।

মৌলভীবাজার : মৌলভীবাজারে গতকাল সকালে বঙ্গবন্ধু মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মো. ফারুক আহমদসহ বিভিন্ন দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

মাদারীপুর : মাদারীপুরে সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠনের ব্যক্তিরা। এছাড়া সকালে শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের সময় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ।

ঝিনাইদহ : জিনাইদহে শোক র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, আ.লীগ নেতা আক্কাস আলী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা প্রমুখ।

জামালপুর : জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এমপি, জামালপুর-৫ আসনের এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি অ্যাড. আমান উল্লাহ আকাশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়েত আলী ফকির, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সদর ইউএনও ফরিদা ইয়াছমিন প্রমুখ।

বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। পরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল প্রশাসন পুষ্পস্তবক অর্পণে অংশ নেয়।

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকতা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য দেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, জাতীয় শোক দিবস পালন কমিটির সদস্য-সচিব ও প্রক্টর প্রফেসর লুৎফর রহমান, কমিটির সভাপতি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আশরাফুল ইসলাম খান প্রমুখ।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ইউএনও সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আ.লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সম্পাদক আব্দুল হাই খোকন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম ফেরদৌস আলম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, ওসি কৃপা সিন্ধু বালা প্রমুখ।

দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে ইউএনও ফারজানা খানমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী, ওসি শাহনুর-এ-আলম, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ২ শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের আয়োজনে কোরআন খতম, দোয়া, আলোচনা সভা ও ২ শতাধিক এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সম্পাদক আবদুল হেকিম, ইউপি চেয়ারম্যান আবু হানিফা, ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসিম, সম্পাদক আবুল কালাম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও তৌহিদুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আতাউর রহমান শেখ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী রতন পোদ্দার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায়, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ হারুন, যুবলীগ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন প্রমুখ।

গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে ইউএনও মামুনুর রহমানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী, আ.লীগের সম্পাদক রফিক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিন, গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিকুর রহমান প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, ইউএনও মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু ও মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আজাদুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাকের আলী সজীব প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (জেডিপি) আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাবেক প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আকবর আলী, মনিরুল ইসলাম, আব্দুল আলিম, আবুল কাশেম, ছাইফুল ইসলাম প্রমুখ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। উপস্থিত ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মাদ ফারুক খান এমপি, উপজেলা আ.লীগের সভাপতি মোক্তার হোসেন, সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা প্রমুখ।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, টিপু নেওয়াজ প্রমুখ। এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌরমেয়র জামিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, উপজেলা আ.লীগের সম্পাদক আব্দুর রহমান লিটন, ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ইউএনও শাহ্ মো. শামসুজ্জোহা, ওসি আতাউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী আহম্মদ রফিক, কৃষি অফিসার আব্দুস ছালাম, অধ্যাপক মাহবুবুর রহমান মিলন প্রমুখ। দিবসটি উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ

ক্ষেতলাল (জয়পুরহাট) : জয়পুহাটের ক্ষেতলালে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ইউএনও এ.এফ.এম. আবু সুফিয়ান, ওসি নিরেন্দ্রনাথ মন্ডল, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, ক্ষেতলাল পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, ইউএনও নুর আহমেদ মাছুম, জেলা পরিষদ সদস্য কাজী নাজমুল হুদা লাল, যুবলীগ সভাপতি রওশন আলম, সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমু, প্রধান শিক্ষক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন ইউএনও ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারি কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু, ওসি মোসলেম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি (তদন্ত) মোজাম্মেল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু, আখতারুজ্জামান, খাদ্য কর্মকর্তা নুরুদ্দিন, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশা উপজেলা আ.লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আ.লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, উপজেলা আ.লীগের সম্পাদক ডাক্তার এ,এফ,এম শফি উদ্দিন পাতা, সাবেক সভাপতি এ, কে, এম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা পৌর মেয়র আব্দুল মাসুদ বিশ্বাস, সাবেক মেয়র ওয়াজেদ আলী মাস্টার, জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, ভাইস চেয়ারম্যান আবু জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক মতিয়ার রহমান, জেলা আ.লীগ সদস্য আলহাজ্ব অধ্যাপক শাহজাহান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজাজামান বাদল খান, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, শহিদুল ইসলাম মৃধা, হারুন অর রশিদ হাওলদার প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) : বরিশালের বাবুগঞ্জে ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন-আলম, বাবুগঞ্জ থানার ওসি আবদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব উল হাসিব প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে ইউএনও মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি ছলিম উদ্দীন তরফদার (সেলিম), উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আ.লীগের সভাপতি আ.জ.ম. শফি মাহমুদ, সম্পাদক আবু খালেদ বুলু, সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম, ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আ.লীগের সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আ.লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল প্রমুখ।

বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোমারেফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, সহকারি কমিশনার (ভূমি) আনিচুর রহমান বারী, ওসি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক এ, কে এম হুমায়ন কবির, পৌর আ.লীগের সভাপতি ইব্রাহিম ফারুক প্রমুখ ।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শোক দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, ইউএনও ফিরুজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারি পুলিশ সুপার শওকত আলী, ওসি আতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, ওসি (তদন্ত) জাহিদুল উসলাম প্রমুখ।

মিঠাপুকুর (রংপুর) : রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মামুন ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবাহুর রহমান প্রমুখ। এদিকে উপজেলা আ.লীগের সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের উদ্যোগে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনায় ইউএনও তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা। এ সময় উপজেলার আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। পরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের শহীদদের আত্নার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আ.লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহম্মেদ, ঢাকা জেলা আ.লীগের সহসভাপতি অ্যাড. আবুল কাশেম রতন, ধামরাই উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মাসুম খান, ধামরাই উপজেলা ভাইস চেয়ারশ্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুত্তা, ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শহীদুল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাফিজ, হারুণ-অর রশিদ রোকন, কামরুল ইসলাম প্রমুখ। অপরদিকে ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সামিউল হক।

আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটের আক্কেলপুরে ইউএনও এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা আ.লীগের সভাপতি মোকছেদ আলী, সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ওসি আব্দুল লতিফ খাঁন প্রমুখ।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে সিংগাইরে শোক র‌্যালিতে অংশ নেন সংসদ সদস্য মমতাজ বেগম, ইউএনও রুনা লায়লা, এসিল্যান্ট মেহের নিগার সুলতানা, ওসি রকিবুজ্জামান, উপজেলা আ.লীগের সহসভাপতি আনোয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রবিউল আলম উজ্জল, শারমিন আক্তার, যুগ্ন সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলী এমপি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, ওসি ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি শাহ সেলিম প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন। উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক আল-আমীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মদ, সম্পাদক জসীম উদ্দীন জুয়েল প্রমুখ।

কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় দিবসটি উপলক্ষে সাব-রেজিস্ট্রার অফিসের পক্ষ থেকে পৌরসদরে ওয়াশেরপুর জহুরা সিরাজ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রসায় ৪৪ এতিম মিসকিনদের মাঝে খাবার বিতরণ করা হয়।

কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জ দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ। আরও উপ¯ি'ত ছিলেন জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়া, বাস্তা ইউপি চেয়ারম্যান হাজী আশকর আলী প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃব"ন্দ। পরে ইউএনও এরশাদ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১ আসনের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মনজু। উপ¯ি'ত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, সাবেক গণপরিষদ সদস্য সুবেদ আলী টিপু প্রমুখ।

চুনারুঘাট (হবিগঞ্জ) : দিবস উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে ব"ক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ইউএনও সত্যজিত রায় দাস, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. এম আকবর হোসেন জিতু, সম্পাদক আবু তাহের প্রমুখ।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সম্পাদক আলহাজ্ব আ. মালেক সরকার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি ) দিলরুবা ইসলাম, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা ,কামরুজ্জামান জামান, হারুন অর রশিদ প্রমুখ।

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, ওসি জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ, বিশেষ মোনাজাত অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ করেন স্থানীয় সাংসদ জাফর আলম।

পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক, এসিল্যান্ড এইচ এম খোদাদাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. সৈয়দুল আলম শাš', সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ওসি মোখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মো্মিিনন মোমিন প্রমুখ।

রাজৈর (মাদারীপুর) : দিবসটি উপলক্ষে মাদারীপুরের রাজৈরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিনের সভাপতিত্বে বক্তব্য দেন এমপির স্থানীয় প্রতিনিধি ও মাদারীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম ফুয়াদ, জেলা পরিষদ সদস্য অ্যাড. জালালুর রহমান, পৌর মেয়র শামিম নেওয়জ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মস্তফা প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে আলোচনা সভায় অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আ ন ম বজলুর রশীদ, সহকারী অধ্যাপক বলরাম দাস, সহকারী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার, সহকারী অধ্যাপক জানে আলম সিদ্দিকী, প্রভাষক অহিদুল ইসলাম, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবজাল হোসেন টিপু, সাধারণ সম্পাদক রবিউস সানি প্রমুখ।

চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের চৌহালীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফসানা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন ওসি মো. রাশেদুল ইসলাম বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজিরমিয়া, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, আব্দুুর রশিদ বাবুল, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাষ্টার প্রমুখ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসকাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। প্রেস কাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম, ওসি ফিরোজ হোসেন মোল্লা, প্রেসকাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, এম সেকান্দার হোসেন।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়নগঞ্জের সোনারগাঁয়ে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা মহিলা সংসার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাড. সামসুল ইসলাম ভূইঁয়া প্রমুখ।

টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ, লিটন সরকার প্রমুখ। সঞ্চালনা করেন রতন কুমার ঘোষ।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র এস.এম. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, ফয়সাল কাদের রুমী প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয়,শোক দিবস,পালিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close