চট্টগ্রাম ব্যুরো

  ১৪ আগস্ট, ২০২০

চট্টগ্রামে আরেকটি মৃত্যুহীন দিন পার

নতুন শনাক্ত ১১৮

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আরেকটি মৃত্যুহীন দিন অতিবাহিত হয়েছে। সর্বশেষ নগর ও জেলায় করোনার সংক্রমণে কেউ মারা যাননি।

চট্টগ্রামের ৬ ল্যাব, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার কক্সবাজার মেডিকেল কলেজে ৮৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ১১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনামুক্ত হয়েছেন আরও ৫২ জন।

শুক্রবার সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামের ৬টি ল্যাবে কক্সবাজার মেডিকেল কলেজে ৮৯৯ জনের নমুনা পরীক্ষায় ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে নগরীর ৮৮ জন ও জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৭৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫২ জনসহ ৩ হাজার ৪৩৩ জন। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। এতে নিহতের সংখ্যা আগের মতো ২৪৭ জন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,নমুনা পরীক্ষা,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close