রায়হান সিকদার, লোহাগাড়া,(চট্টগ্রাম)

  ১৩ আগস্ট, ২০২০

প্রতিদিনের সংবাদে খবর প্রকাশ, লোহাগাড়ায় চৌধুরী সড়ক পরিদর্শনে ইউএনও

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের চৌধুরী সড়ক (বিমান বিল্ডিংস্থ) একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। এ সড়কের বিমান বিল্ডিং-এর সামনে গর্তে জমে থাকে পানি। বৃষ্টি হলেও পানিতে ডোবার কারণে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। সড়কে বড় বড় গর্ত। তার ওপর গর্তে জমেছে বৃষ্টির পানি। দেখে মনে হবে ডোবা। এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি।

আরও পড়ুন : লোহাগাড়ায় সড়ক নয়, যেন ডোবা!

‘লোহাগাড়ায় সড়ক নয়, যেন ডোবা!’ এমন একটি শিরোনামে বুধবার প্রতিদিনের সংবাদ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সড়কের বেহাল দশার চিত্রটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার সদর ইউনিয়নের বিমান বিল্ডিংস্থ চৌধুরী সড়ক পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী দিবাকর রায় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোসলেহ উদ্দিন।

ইউএনও তৌছিফ আহমেদ জানান, প্রতিদিনের সংবাদ পত্রিকায় সড়কটির বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। তিনি পরের দিন দুপুরে সড়কটির ভাঙন পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক উপজেলা প্রকৌশলীকে সড়কের গর্তগুলো দ্রুত সংস্কারে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লোহাগাড়া,চৌধুরী সড়ক,ইউএনও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close