সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

  ০৭ আগস্ট, ২০২০

উল্লাপাড়ায় জমে উঠেছে নৌ ভ্রমণ-পিকনিক

নেই সচেতনতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে নৌকায় পিকনিক। প্রতিদিন বিপুল সংখ্যক নৌকা আনন্দ ভ্রমণের নামে ঘুরে বেড়াচ্ছে। নৌকা গুলোয় পিকনিককারীদের বেশির ভাগই যুবক। এদিকে করোনা সচেতনতায় কোন নৌকাতেই মানা হচ্ছে না সামাজিক ও শারীরিক দূরত্ব।

উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে উধুনিয়া, মোহনপুর, বড়পাঙ্গাসী, বাঙ্গালা ইউনিয়ন এলাকার মাঠঘাট জুড়ে এখন শুধুই বন্যার পানি। প্রতি বছর বর্ষা মৌসুমের প্রথম থেকেই উল্লাপাড়া অঞ্চলে নৌকায় পিকনিক জমে উঠলেও এবারে তা বন্ধ ছিল। কোরবানী ঈদের একদিন পর থেকেই নৌকায় পিকনিক ও আনন্দ ভ্রমন জমে উঠেছে।

খোজ নিয়ে জানা যায়, পিকনিককারীরা পাথার পান্তরে চারটি ইউনিয়নসহ গুরুদাসপুর, সিংড়া, পাবনার ফরিদপুর এলাকায় নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটি নৌকায় থাকছে সাউন্ড সিষ্টেম।

পশ্চিমাঞ্চলের বিভিন্ন গ্রামের বসতিদের অভিযোগ, পিকনিক ও আনন্দ ভ্রমনের নামে অনেক নৌকাতেই বেহায়াপনা ও উৎশৃংখলতা চলছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উল্লাপাড়া,নৌ ভ্রমণ,পিকনিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close