reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০২০

দৌলতদিয়ায় তীব্র স্রোত ও যানবাহনের বাড়তি চাপ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজধানীর সাথে যোগাযোগের প্রধান নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া। এই নৌরুটে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় চার কিমি যানবাহনের সারি রয়েছে।

জানা যায়, শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এদিকে দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থেকে যানবাহনগুলোর চালক ও যাত্রীদের গরমের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ঈদে যানবাহনের বাড়তি চাপ ও নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,দৌলতদিয়া,তীব্র স্রোত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close