reporterঅনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট, ২০২০

প্রদীপ-লিয়াকতসহ ৯ পুলিশ আদালতে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিন কর্মকর্তাসহ পুলিশের আরও আট সদস্যকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রধান আসামি লিয়াকতসহ আট আসামিকে কক্সবাজার আদালতে তোলা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশের কয়েকটি গাড়িতে করে কঠোর নিরাপত্তায় আট আসামিকে আদালতে আনা হয়।

এরই মধ্যে বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হাসপাতালে আসার পর গ্রেফতার হওয়া টেকনাফের প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশকেও নেয়া হয়েছে কক্সবাজার আদালতে। এ নিয়ে কক্সবাজার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।

আসামিদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে। পুরো আদালত এলাকা পুলিশ ঘিরে রাখায় তাদের রাখার স্থান কিংবা গাড়ি থেকে নামানোর কোনো ছবি তুলতে পারেননি গণমাধ্যমকর্মীরা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিনহা হত্যা,প্রদীপ,লিয়াকত,আদালত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close