তালতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৬ আগস্ট, ২০২০

তালতলীর খোট্টারচরবাসীর দুর্ভোগ নিত্যদিনের

তালতলী উপজেলার ৬নং নিশান বাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের খোট্টারচরবাসীর করুণ অবস্থা। তালতলী সদরের পশ্চিম পাশে অবস্থিত খোট্টারচর, এখানে প্রায় হাজার পরিবারের বসবাস। তালতলী পায়রা নদীর নিকটবর্তী হওয়ায় এবং বেড়িবাঁধ না থাকায় নদী থেকে জোয়ারের পানি এসে প্রায় সময়ই তলিয়ে যায় বসতবাড়ি, রাস্তা-ঘাট এবং পুকুর।

খোট্টারচরবাসীর এরকম দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। জোয়ারের পানির সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় উপজেলার খোট্টারচরবাসীর। এলাকাবাসীর দাবি, নদীর পাড় দিয়ে উঁচু বেড়িবাঁধ দিলে এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন তারা।

স্থানীয়দের মধ্যে দুলাল গাজী বলেন, বিগত ২০ বছর যাবত পানিতে ভাসছি। আমাদের দেখার কেউ নাই। ছগির হোসেন ও আল আমিন বলেন, আমরা পুকুরে কিছু মাছ চাষ করেও খেতে পারি না, তা বন্যার পানিতে তলিয়ে জায় এবং বাড়িঘর নষ্ট হয়ে যায়। চলাচলের পথ বন্ধ হয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল ফরাজী বলেন, বেড়িবাঁধের বিষয়টি বার্ষিক মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্ভোগ,খোট্টারচর,তালতলী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close