সাতক্ষীরা প্রতিনিধি

  ০৫ আগস্ট, ২০২০

সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মান্নান বহিষ্কার, মিষ্টি বিতরণ

সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে বহিস্কার করেছে কেন্দ্রীয় যুবলীগ। ৩ আগষ্ট স্বাক্ষরিত কেন্দ্রীয় যুবলীগের বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নাকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখল ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হলো।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তাকে বহিষ্কার করেন। এদিকে, জেলা যুবলীগের সদ্য বহিষ্কৃত আহ্বায়কের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন উপজেলায় মিষ্টি বিতরণ করে যুবলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরতলীর বাঁকাল খেয়াঘাট জেলেপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, দখল, ভাঙচুর, লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় জেলা যুবলীগের আহ্বায়ক কাশেমপুরের আব্দুল মান্নানসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৬ জনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা হয়। শহরের বাঁকাল জেলেপাড়ার নিরঞ্জন মাখাল বাদী হয়ে শনিবার রাতে মামলাটি দায়ের করেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,মিষ্টি বিতরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close