রংপুর ব্যুরো

  ০৫ আগস্ট, ২০২০

রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, শেখ কামালের জন্মদিন ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুর শহরের সড়কের দুইধারে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রংপুর জেলাকে সবুজ নগরীতে রুপান্তরিত করতে সড়কের দুই ধারে পরিত্যাক্ত স্থানে ফলজো, বনজো ও ওষুধি ৪ শত গাছ লাগানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, সিটি কর্পোরেশনের নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞা, মহানগর আওয়মী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, তাজহাট থানার (ওসি) শেখ রোকনুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,বৃক্ষরোপণ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close