নিউজ ডেস্ক

  ১৬ জুলাই, ২০২০

‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। ‘মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন প্রাঙ্গণে তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির তিনটি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চারা বিতরণ, রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ভোলা

ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। উপকূলীয় বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। পরে এক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম, সদর ইউএনও মিজানুর রহমান প্রমুখ।

ঝালকাঠি

ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। দুপুরে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে কয়েকটি বনজ ও ফলদগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম, এনডিসি আহমেদ হাসান, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সুরুজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন।

বগুড়া

বগুড়ায় পৌর এডওয়ার্ড পার্কে ফলদ ও ঔষধিগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও বিভাগীয় বন কর্মকর্তা সুবেদার ইসলাম প্রমুখ।

পটুয়াখালী

পটুয়াখালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, জেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, বিভাগীয় বন কর্মকর্তা আমিনুল ইসলাম।

কয়রা (খুলনা)

খুলনার কয়রায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এস এম শফিকুল ইসলাম ও ইউএনও অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূর-ই-আলম সিদ্দিক, কয়রা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিনুর রহমান, উপজেলা বন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, স্টাফ আশিকুজ্জমান, আমিনুর রহমান প্রমুখ।

নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোটে পুলিশের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। থানা প্রঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী, ওসি (তদন্ত) আশ্রাফুল ইসলাম, এসআই ওবায়েদুল হক, আখতার হোসেন, আনোয়ার হোসেন খন্দকার, এ এস আই মকবুল ইসলাম ও কামরুল ইসলাম।

দোহার (ঢাকা)

ঢাকার দোহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বীথি, উপজেলা বন কর্মকর্তা মো. মমিন আলী, মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চারা বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী। ইউএনও রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। বক্তব্য দেন উপজেলা আ.লীগের সহসভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, শিক্ষা অফিসার রমজান আলী প্রমুখ।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

গোমস্তাপুরে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মিজানুর রহমান। বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা এ কে এম সারোয়ার জাহান, প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।

লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু কোম্পানি, কলাউজান ইউপি চেয়ারম্যান এম. এ. ওয়াহেদ প্রমুখ।

হাটহাজারী

চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধিনে এসএফএনটিসি উপজেলা প্রশাসনের সহায়তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন ফরেস্ট রেইঞ্জার মোহাম্মাদ ইসমাইল ও এগার মাইল বন বিভাগের স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া ও বন বিভাগের কর্মকর্তারা। উপজেলা আওতাধীন ২১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৪টি ইউনিয়ন পরিষদে একযোগে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

পাইকগাছা (খুলনা)

খুলনার পাইকগাছায় চারা বিতরণ কার্য উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। পরে এক অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। বন কর্মকর্তা প্রেমানন্দ রায়ের পরিচালনায় এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে তিনটি চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, ইউএনও আ স ম জামশেদ খোন্দকার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ।

ফুলগাজী (ফেনী)

ফেনীর ফুলগাজীতে গাছের চারা রোপণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার। আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন কান্তা, রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের চারা বিতরণ করেন পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এ এস এম আজাদুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, আ.লীগের সাবেক কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মন্নান, পৌর কাউন্সিলর দেওয়ান আবদুর রহিম মুহিন, রাসেল মতলিব তরফদার ফখরু প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা বন বিভাগের উদ্যোগে পরিষদ চত্বরে বৃক্ষের চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ইউএনও মুনতাসির জাহান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহীদ হাসান, উপজেলা বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, চন্দ্রা বিট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, চন্দ্রা চেকপোস্ট কর্মকর্তা মাসুদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

পলাশ (নরসিংদী)

নরসিংদীর পলাশে ২০ হাজার ৩২৫টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ও উপজেলা আ. লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এ সময় ইউএনও রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক, পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার প্রমুখ।

আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ভোধন করেন ইউএনও মনিরা পারভীন এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ। এদিকে আমতলীতে যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগ সভাপতি জি এম ওসমানী হাসানের সভাপতিত্বে সম্পাদক মো. জাহিদ দেওয়ানের তত্বাবধানে কলেজ মাঠে বৃক্ষরোপণ কার্যক্রম উদ্ভোধন করেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি অ্যাড. মো. কামরুল আহসান মহারাজ।

বেতাগী

বেতাগীতে বিশ হাজার তিনশত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, ইউএনও মো. রাজিব আহসান, বন কর্মকর্তা সুবাস রায়।

ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাইয়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও মো. সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহানা জেসমিন মুক্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুজ্জামান, কাউন্সিলর শহিদুল্লাহ, কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল)

সারা দেশে এক কোটি বৃক্ষ চারা রোপন কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, মধুপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা একে এম আমিনুর রহমান, আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুজিববর্ষ,আহ্বান,গাছ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close