কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০২০

বনের জমিতে টিনের ভিতর ইট দিয়ে ঘর বানানোর সময় উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদুৎ জোড়াপাম্প এলাকায় সোমবার সকালে বন বিভাগের জমিতে টিনের ভিতরে ইট দিয়ে ঘর বানানোর প্রাক্কালে তা উচ্ছেদ করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

বিট কর্মকর্তা জানায়, উপজেলার পল্লীবিদুৎ জোড়াপাম্প এলাকার জোসনা নামে এক নারী কালিয়াকৈর চন্দ্র সদর বিটে ঘর-বাড়ি নির্মাণ করছিলেন। এমন সংবাদ পেয়ে চন্দ্র সদর বিটের স্টাফ দিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়।

কালিয়াকৈর চন্দ্রা সদর বিট কর্মকর্তা মনজুরুল ইসলাম জানান, কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা সদর বিটে সংরক্ষিত বনভূমি জবরদখল করে ঘর-বাড়ি নির্মাণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালিয়াকৈর,টিনের ভিতর,ঘর,উচ্ছেদ,বনের জমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close