ফকিরহাট(বাগেরহাট) প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২০

ফকিরহাটে আরও ১০ জন করোনা আক্রান্ত

বাগেরহাটের ফকিরহাটে আরও ১০জন করোনা শনাক্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে এই উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৯১জনে।

রোববার ফকিরহাটের স্বাস্থ্য বিভাগের কাছে এই তথ্য আসে। আক্রান্তদের বাড়ির সবার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ।

করোনায় আক্রান্তরা হলেন, উপজেলার পিলজংগ ইউনিয়নের আলী আহমেদ, দেলোয়ার, সালেহা, শুভদিয়া ইউনিয়নের আল-মামুন, বাহিরদিয়া-মানসা ইউনিয়নের পিন্টু দাস, ফকিরহাট সদর ইউনিয়নের আলম কাজী, রানি, নোমান, ইদ্রিস মল্লিক, আফজাল।

বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার জানান, উপজেলা থেকে এই পর্যন্ত মোট ৫০৫ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪৮২ টি নমুনার ফলাফল আসে। তার ভিতর থেকে ৯১ টি রিপোর্ট পজিটিভ এসেছে। এখনো ৩৩ টি নমুনার রিপোর্ট আসেনি। এবং এ পর্যন্ত ফকিরহাটে মোট মৃতের সংখ্যা ৫ জন। এছাড়া মোট ৪৭ জন সুস্থ হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফকিরহাট,করোনা আক্রান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close