রংপুর ব্যুরো

  ১২ জুলাই, ২০২০

রংপুরে স্বাস্থ্যবিধি মেনে সকল পশুর হাট পরিচালনা করতে হবে

কোভিড-১৯ মোকাবিলায় ঈদুল-আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে রংপুরে পশুর হাট সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদের নির্দেশনায় পুলিশ কমিশনার কার্যালয়ে আসন্ন ঈদুল-আযহা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন এলাকার পশুর হাট সংক্রান্ত বিশেষ আইন সৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটনের ৯টি পশুর হাটের ইজারাদার, উপ-পুলিশ কমিশনার(সিটিএসবি), উপ- পুলিশ কমিশনার(ক্রাইম) উপ-পুলিশ কমিশনার(ডিবি) উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক) ও তিন জোনের সহকারী পুলিশ কমিশনারসহ ছয় থানার অফিসার ইনর্চাজ ও পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ।

সভায় কোভিড-১৯ সংক্রান্ত গ্রহীত পদক্ষেপসমূহ, স্বাস্থ্যবিধি মেনে সকল পশুর হাট পরিচালনা করতে হবে। সরকারি সকল নির্দেশনা মেনে পশুর হাট পরিচালনা করতে হবে। সড়ক ও মহাসড়কের উপর কোনভাবেই হাট পরিচালনা করা যাবে না। সকাল হতে সন্ধা ৭ পর্যন্ত হাটের সময় নির্ধারন করা হয়েছে। মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,স্বাস্থ্যবিধি,পশুর হাট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close