এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২০

চৌহালীতে মাঝিদের লাইফ বয়া বিতরণ

সিরাজগঞ্জের চৌহালীতে নৌকা ডুবিতে ১২ জনের প্রাণহানী ও ৭ জন নিখোঁজের ঘটনায় ঝুঁকি নিরসনে মাঝিদের মাঝে খাজা ইউনুস আলী (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে লাইফ বয়া বিতরণ করা হয়েছে। রোববার সকালে এনায়েতপুর যমুনার ঘাট হতে ফাউন্ডেশনের সদস্যরা দ্বিতীয় পর্যায়ে ৮ মাঝির হাতে ৪৮টি বয়া তুলে দেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নৌকাডুবির ঝুঁকি মোকাবেলায় অতিরিক্ত যাত্রী নেয়া বন্ধের পাশাপাশি বৈরী আবহাওয়ায় নৌকা যাতায়াত করা যাবেনা। হঠাৎ নৌকা ডুবলে যাত্রীদের যাতে মৃত্যুর কবলে না পড়তে হয়, সেজন্য দ্বিতীয় ধাপে ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারো বয়া দেয়া হয়েছে। আগামীতেও তা অব্যাহত থাকবে।

এদিকে এই সহযোগীতা বিপদে নৌকার যাত্রীদের প্রাণ বাঁচাতে ভুমিকা পালন করবে বলে মাঝিরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ মে দুপুরে চৌহালীর স্থলচর এলাকায় যমুনায় বাতাসে প্রচন্ড স্রোতের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় ১২ জনের লাশ, ৫৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে ৭ জন। ঐ ঘটনা দেশবাসীকে মর্মাহত করে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চৌহালী,মাঝি,বিতরন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close