টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২০

টঙ্গীতে বস্তি উচ্ছেদ প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদ ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে ফের ​বিক্ষোভ ও মানববন্ধন করেছে বস্তিবাসী। রোববার দুপুরে টঙ্গী চেরাগআলী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়কশত বস্তিবাসী বিক্ষোভ ও স্লোগান দেন।

জানা গেছে, বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে আছেন। যে কোন সময় ভেঙে দেয়া হবে বলে বস্তিবাসীকে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বস্তির পূর্ণবাসন কমিউনিটি আহব্বাহক মো. আল আমিন বলেন, বস্তিবাসীদের পূর্ণবাসন না করে হঠাৎ উচ্ছেদ করলে কেউ মানবে না। বস্তির বাসিন্দাদের অধিকাংশই রিকশাচালক, পোশাক শ্রমিক কিংবা গৃহপরিচারিকার কাজ করেন। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় সবাই এখানে এসেছে।

বিক্ষোভ মিছিলে দাঁড়িয়ে স্থানীয়রা বলেন, ‘আজকেও কেউ কাজে যায় নাই। আগে তো থাকার জায়গা বাঁচাইতে হইবো। আমরা কী এ দেশের নাগরিক না। অন্য জায়গা না দিয়া উচ্ছেদ করে দিলে আমরা কই যাব। টঙ্গী পশ্চিম থানা পুলিশের (ওসি) এমদাদুল হক বলেন, মানববন্ধন বস্তিবাসী রাস্তায় জড়ো হয়েছিলো।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টঙ্গী,বস্তি উচ্ছেদ,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close