মাগুরা প্রতিনিধি

  ১২ জুলাই, ২০২০

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বিদ্যুৎ শ্রমিক নিহত

প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা কালিনগর এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শনিবার রাত ৮টার দিকে বাসের ধাক্কায় রাস্তার পাশে কর্মরত মফিজ (২৪) ও আশরাফুল (৪৫) নামে বিদ্যুৎ বিভাগের ২ শ্রমিক নিহত হয়েছে।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, রাত ৮টার দিকে মাগুরা-ফরিদপুর মহাসড়কের কালিনগর এলাকায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে বিদ্যুতের খুটিতে কাজ করছিল বিদ্যুৎ বিভাগের শ্রমিকেরা। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা দিলে মফিজ ও আশরাফুল গুরুতর আহত হয়। এলাকাবাসী আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত মফিজ ঝিনাইদহ জেলার বিষয়খালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও আশরাফুল যশোর জেলার চারিচিয়া গ্রামের লস্কর মোল্লার ছেলে। তারা দু’জন মাগুরা সদর পিডিবিতে কর্মরত ছিল। সদর হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসক ডা. পরিক্ষীত পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গোয়ালন্দ ঘাটের কাছ থেকে বাসটি আটক করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,সড়ক দুর্ঘটনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close