আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১১ জুলাই, ২০২০

আদমদীঘিতে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ একাধিক মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যাবসায়ী হানিফ প্রামানিক (৬৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান, টিএসআই আব্দুল ওয়াদুদ ও এএসআই রোস্তম ফারুকের নেতৃত্বে র্ফোসসহ পান্লা গ্রামের হানিফ প্রামানিকের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ হানিফ প্রামানিককে গ্রেফতার করে। হানিফ প্রামানিক বগুড়া জেলার আদমদীঘি পান্লা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে বলে জানা গেছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হানিফ দীর্ঘদিন ধরে দোকানের পাশাপাশি মাদক বিক্রি করে আসছিলেন। ইতিপূর্বে হানিফের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। শনিবার তাকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আদমদীঘি,ফেন্সিডিল,ব্যবসায়ী গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close