রাজশাহী ব্যুরো

  ১০ জুলাই, ২০২০

রাজশাহীতে করোনা আক্রান্ত ৮ হাজার ছাড়াল

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজার ছাড়াল। সর্বশেষ বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে পাবনা জেলায় এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৮৮ জন।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, শুক্রবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০২৫ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে বিভাগের রাজশাহী জেলায় ৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৫, নওগাঁয় ৩৯, নাটোরের ৭, জয়পুরহাটে ৫, বগুড়ায় ৫৭ ও সিরাজগঞ্জে ৪২ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ্য হয়েছেন ৩০৬১ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৩৬০৮ জন। এ ছাড়াও মহানগরীতে ১১৩৫ জনসহ রাজশাহী জেলায় ১৪৬৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫৭, নওগাঁয় ৬২৬, নাটোরে ২৬৪, জয়পুরহাটে ৫১৬, সিরাজগঞ্জে ৭৮৬ ও পাবনায় ৫৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরো বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ৬ জেলায় মৃতের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে করোনাভাইরাসে রাজশাহীতে ১৩ জন, নওগাঁয় ৯, নাটোরে ১, বগুড়ায় ৬৬, সিরাজগঞ্জে ৯ ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগী থেকে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩০৬১ জন। এর মধ্যে রাজশাহীর ৩২১জন , চাঁপাইনবাবগঞ্জে ৯৩ জন, নওগাঁয় ৪৫৫ জন, নাটোরে ৯৭ জন, জয়পুরহাট ১৬৪ জন, বগুড়ায় ১৬১৭ জন, সিরাজগঞ্জ ১১৪ জন ও পাবনায় ২০০ জন।

ডা. গোপেন্দ্রনাথ বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের সচেতনতার কোনো বিকল্প নেই। অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। এছাড়াও সামাজিক দুরত্ব রাখাসহ মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। তবেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,করোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close