গাইবান্ধা প্রতিনিধি

  ১০ জুলাই, ২০২০

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি

ছবি : সংগৃহীত

গাইবান্ধায় ঘাঘট ও যমুনা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে।

ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষ। তবে এখনও পানিবন্দি হয়ে আছে জেলার অনেক চরাঞ্চসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ।

পানি কমলেও তিস্তা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিদিনই ভাঙনে নদী গর্ভে চলে যাচ্ছে নতুন নতুন এলাকা, আবাদি জমি ও বসতভিটা। এছাড়া গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকাগুলোতে। নদী ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন।

জরুরি কাজ চলছে এবং স্থায়ী ভাঙন মোকাবিলায় প্রকল্প দেওয়া হয়েছে বলে বলছে পানি উন্নয়ন বোর্ড।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উন্নতি,গাইবান্ধা,বন্যা পরিস্থিতি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close