সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২০

করোনা জয় করে অফিসে ফিরেছেন সুন্দরগঞ্জের ইউএনও

করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে প্রেরিত নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসায় মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ছাড়পত্র তুলে দেন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জান সরকার।

ছাড়পত্র দেয়ার পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদ, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত গত ১৫ জুন তিনি অসুস্থতাবোধ করলে নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পিসিআর ল্যাবে পাঠালে ১৭ জুন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ নিয়ে উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ হলেন ১৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন ও ১ জনের মৃত্যু হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,জয়,সুন্দরগঞ্জ,ইউএনও
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close