গাজীপুর প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

গাজীপুরে পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২.২ মেট্রিকটন পলিথিন (শপিং ব্যাগ) জব্দসহ ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তরসোমবার সাকাল থেকে দুপুর পর্যন্ত সিটি করপোরেশনের ভোগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান, ভোগড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালত হয়। আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা কর্মকার।

এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রি ও মজুদ করার অপরাধে সোহাগ, মোহাম্মদ রানা, শামসুল হক, আক্কাস হোসেন ও আতাউর রহমানকে পাচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং ২.২ মেট্রিকটন অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,পলিথিনব্যাগ,জরিমানা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close