ভালুুুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

বাড়িতে থেকেই ৮৮ শতাংশ করোনা রোগী সুস্থ

ময়মনসিংহের ভালুকায় কোভিড-১৯ পজিটিভ রোগীদের বেশীরভাগই বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসফেক-ওস-সালেহীন ১৫ মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন। পরে বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়ে ২১ দিন পর আবারও ফিরেছেন কর্মস্থলে, দিচ্ছেন রোগীদের সেবা।

শুধু এই চিকিৎসকই নন, একই হাসপাতালের আরও দুুই চিকিৎসকসহ উপজেলায় নানা পেশার মোট ২৩৬ জন লোক করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন একশ ৪২জন। সুস্থতার হাড় ৬০ শতাংশের কিছু বেশি। উপজেলায় ১৪২ জন সুস্থ রোগীর মধ্যে বাড়িতে থেকেই সুস্থ হয়েছেন ১২৫ জন।

ভালুকায় বাড়িতে থেকেই সুস্থতার হাড় ৮৮ শতাংশ। বাকী ১২ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯ শতাংশ পুলিশ এবং তিন শতাংশ নানা শ্রেণি পেশার মানুষ।

পুলিশ সূত্রে জানা যায়, শিল্প পুলিশ-৫ (ভালুকা) এর মোট ১৭ সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে। তারা সবাই পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আর ভালুকা মডেল থানা পুলিশের চারজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। এদের মধ্যে তিনজন হাসপাতালে এবং একজন বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, তাদের ১৭ জন সদস্য সংক্রমিত হওয়ার পর হাসপাতালে চিকিৎসা নিয়ে ১০ জন সুস্থ হয়েছেন। বাকী সাত জনও রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। তাদের অবস্থাও উন্নতির দিকে।

এদিকে গত ১৯ এপ্রিল উপজেলায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এ ছাড়াও মৃত্যু হয়েছে তিন জনের।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাড়িতে,করোনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close