নীলফামারী প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

নীলফামারীতে যুব মহিলা লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নীলফামারীতে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর ম্যুড়ালে পুষ্পমাল্য অর্পন করেন জেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হন তারা।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

আলোচনাসভা শেষে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজুল হক।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা জুড়ে মাসব্যাপী পাঁচ হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী দিনে সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির একশত চারাগাছ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ছয় উপজেলায় পাঁচ হাজার চারা ও বৃক্ষবিতরণ, রোপণ করা হবে।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নীলফামারী,যুব মহিলা লীগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close